Posted in প্রযুক্তি

ফোনকে কীভাবে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করবেন

রিমোট লার্নিং আর ওয়ার্ক ফ্রম হোমের যুগে অনেকেরই ব্যাক্তিগত কিংবা কাজের কারণে প্রয়োজন হয় ভিডিও কল করবার

ফোনকে কীভাবে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করবেন

রিমোট লার্নিং আর ওয়ার্ক ফ্রম হোমের যুগে অনেকেরই ব্যাক্তিগত কিংবা কাজের কারণে প্রয়োজন হয় ভিডিও কল করবার। ফোনে ফ্রন্ট ক্যামেরা থাকলেও ডেক্সটপ পিসি-তে সচরাচর ওয়েব ক্যাম থাকেনা আর ল্যাপটপের ওয়েবক্যামগুলোর ছবি অনেক ক্ষেত্রেই নিম্ন মানের হয়ে থাকে। কিন্তু আমাদের পকেটে যেই স্মার্টফোন থাকে সেটার ক্যামেরার মান বেশিরভাগ ক্ষেত্রেই ওয়েব ক্যামের চেয়ে কয়েকগুন ভালো হয়ে থাকে। তাহলে জেনে নেয়া যাক পকেটের স্মার্টফোনটিকেই কীভাবে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে।


উইন্ডোজ অপারেটিং সিস্টেম

  • প্রথমে এই লিংকে গিয়ে ড্রয়েড ক্যাম উইন্ডোজ ক্লায়েন্ট ডাউনলোড করতে হবে।
  • ডাউনলোড হয়ে গেলে, ফাইলটিতে ডাবল ক্লিক করে কম্পিউটারে ক্লায়েন্ট সফটওয়্যারটি ইন্সটল করতে হবে।
  • এবার Android কিংবা iPhone এর জন্য অ্যাপ ডাউনলোড করতে হবে
  • কম্পিউটারের স্টার্ট মেনু থেকে Droidcam অ্যাপ্লিকেশানটি চালু করতে হবে।
  • এবার ফোনে Droidcam অ্যাপ ওপেন করলে আইপি এড্রেসপোর্ট নম্বর দেখাবে। কম্পিউটারে চালু করা ক্লায়েন্ট সফটওয়্যারে এই দুইটি নম্বর বসিয়ে start বাটনে প্রেস করলে ওয়েবক্যাম চালু হবে।

উদাহরণস্বরূপ

উবুন্টু (Ubuntu) বা ডেবিয়ান (Debian) লিনাক্স অপারেটিং সিস্টেম

  • প্রথমে লিনাক্স টার্মিনাল ব্যবহার করে ইন্সটলার স্ক্রিপ্ট ডাউনলোড করতে হবে (সর্বশেষ সংস্করণের তথ্য এখানে পাওয়া যাবে):
cd /tmp/
wget -O droidcam_latest.zip https://files.dev47apps.net/linux/droidcam_1.8.0.zip
  • ডাউনলোড হয়ে গেলে ফাইলটি আনজিপ করে স্ক্রিপ্টটি রান করতে হবেঃ
unzip droidcam_latest.zip -d droidcam
cd droidcam && sudo ./install-client
  • এবার ভিডিও ড্রাইভার মডিউল ইন্সটল করতে হবে (নিচের দ্বিতীয় কমান্ডটি অবশ্যই /tmp/droidcam ফোল্ডারে থাকা অবস্থায় রান করতে হবে)
sudo apt install linux-headers-`uname -r` gcc make
# in /tmp/droidcam
sudo ./install-video
  • ঠিকভাবে ইন্সটল হয়েছে কিনা দেখতে চাইলে নিচের কমান্ডটি রান করতে হবে। আউটপুটে v4l2loopback_dc থাকলে বুঝতে হবে ভিডিও ড্রাইভার ঠিকমতো ইন্সটল হয়েছে।
lsmod | grep v4l2loopback_dc

ভিডিওর পাশাপাশি স্মার্টফোন থেকে সাউন্ড কম্পিউটারে স্ট্রিম করতে চাইলে অডিও ড্রাইভার ইন্সটল করতে হবে।

sudo ./install-sound
  • এবার Android ফোন হলে এই লিংক থেকে আর iPhone হলে এই লিংক থেকে ড্রয়েড ক্যাম অ্যাপ ফোনে ইন্সটল করে নিতে হবে।
  • কম্পিউটারে Droidcam চালু করতে হবে। টার্মিনাল থেকে চালু করতে চাইলে droidcam-cli কমান্ডটি রান করতে হবে।
  • ফোনে Droidcam অ্যাপ ওপেন করলে আইপি এড্রেসপোর্ট নম্বর দেখাবে। কম্পিউটারে ক্লায়েন্ট সফটওয়্যারে এই দুইটি নম্বর বসিয়ে start বাটনে প্রেস করলে ওয়েবক্যাম চালু হবে।

উদাহরণস্বরূপ

কম্পিউটার এবং ফোন থেকে ওয়াইফাই রাউটারের দূরত্ব বেশি হলে বা অন্যান্য নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ভিডিও ফিডে ফ্রেম ড্রপ বা ল্যাগ দেখা দিলে ফোনকে সরাসরি ডেটা কেবল দিয়ে কম্পিউটারের সাথে সংযুক্ত করে নিতে হবে।